তখনো স্বপ্ন ছিল ক্ষুধার চেয়ে বড়
তপ্ত দুপুরে পুড়েছিলে তুমি, আমার ছিল ঝোড়ো বিকেলের ভার।
কাঁটা পাহাড়ের ক্ষতচিহ্ন— আজ ছিন্নভিন্ন রেখাতে বিলীন।
ভাঙা চৌকাঠের ছায়া ফুঁড়ে যখন রোদ এলো ঘরে,ততদিনে তুমি হারিয়ে গেছ আরও উজ্জ্বল কোনো আলোর সন্ধানে।
জ্যামিতির খাতায় মেলে না আমাদের কোণ, যেখানে শুধুই গাণিতিক ভুল...
উঁচু ভবনের মাথায় দুলছে তোমার ফটোগ্রাফের ফ্রেম, সেখানে সুখের ফসল কাটে না আর কেউ।
তোমার দেয়ালে আজ হিমঘড়ির ক্লান্ত টিক টিক—
যোগ করলে দুঃখ বাড়ে, বিয়োগ করলে বাড়ে শূন্যতা।
এখন কাবাড়ি দোকানের ধুলায় মোড়ানো জট পাকানো ফিতা।
আমাদের সুখের দিন দেখা হয়নি একসাথে।