ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

সুফিয়া কামাল মিলনায়তনে আইজিসিসি’র সাংস্কৃতিক সন্ধ্যা

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
সুফিয়া কামাল মিলনায়তনে আইজিসিসি’র সাংস্কৃতিক সন্ধ্যা ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি)

ঢাকা: ‘কবিতা ও সুরের মাধ্যমে ভারত-বাংলাদেশের বন্ধুত্ব আরও এগিয়ে যাক’ এমন লক্ষ্য নিয়ে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার অয়োজন করতে যাচ্ছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি)।

শনিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে ভারতের আগরতলার খ্যাতনামা সংগীত শিল্পী শিউলি রায় এবং অমিত ভৌমিকের অংশগ্রহণে এ অনুষ্ঠানটি চলবে। এতে কবিতা আবৃত্তি করার জন্য অংশ নেবেন ড. শাহাদাত হোসেন নিপু।

সুর আর আবৃত্তির অনুষ্ঠানটির আমেজে অংশ নেওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া তারা এও জানিয়েছে, ওই অনুষ্ঠানে অংশ নিতে কোনো ধরনের পাস বা টিকিট সংগ্রহ করতে হবে না।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।