ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

শিল্প-সাহিত্য

রোববার জাতীয় নাট্যশালায় সেলিম আল দীন রচিত দুই নাটক

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১২, মে ১৬, ২০১৫
রোববার জাতীয় নাট্যশালায় সেলিম আল দীন রচিত দুই নাটক

আগামী রোববার (১৭ মে ২০১৫) জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭ টায় মঞ্চায়িত হবে সেলিম আল দীন রচিত ঢাকা থিয়েটারের দুটি নাটক ‘গল্প নিয়ে গল্প’ এবং ‘অমৃত উপাখ্যান’।

‘গল্প নিয়ে গল্প’ নাটকটির নির্দেশনা দিচ্ছেন এশা ইউসুফ।

নাটকটির ব্যাপারে তিনি বলেন, মানুষের জীবনের প্রেম, ব্যর্থতা, নিষ্ঠুরতা, অবদমন আর হতাশাই ‘গল্প নিয়ে গল্প’ নাট্যের বিষয়।

অপর নাটক ‘অমৃত উপাখ্যান’ ঢাকা থিয়েটারের ৪১তম প্রযোজনা। এ নাটকের নির্দেশনা দিচ্ছেন যৌথভাবে ওয়াসিম আহমেদ ও সাজ্জাদ রাজীব।

নাটকটির ব্যাপারে নির্দেশকদ্বয় বলেন, অমৃত উপাখ্যান নাট্যাচার্য সেলিম আল দীনের লেখা একমাত্র উপন্যাস। উপন্যাসটির নাট্যরূপ দেয়া হয়নি। তাঁর অন্যান্য নাটকের মতো অমৃত উপাখ্যানকে সম্পাদনা করে মঞ্চ সৃজন করা হয়েছে।





বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মে ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।