ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

শিল্প-সাহিত্য

মেলায় চমক হাসানের ‘গণিতের রঙ্গে : হাসিখুশি গণিত’

অমর একুশে গ্রন্থমেলা ২০১৫ / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
মেলায় চমক হাসানের ‘গণিতের রঙ্গে : হাসিখুশি গণিত’

বইমেলায় এসেছে চমক হাসানের ‘গণিতের রঙ্গে: হাসিখুশি গণিত’। বইটি বের করেছে আদর্শ।



লেখক চমক হাসান বইটিতে গণিতকে অত্যন্ত আনন্দদায়কভাবে উপস্থাপন করেছেন। শুধুমাত্র গণিত বিষয়ে লেখালেখি করেই তিনি লাখ লাখ ছাত্রছাত্রীর মন জয় করে নিয়েছিলেন।

লেখক জানান, ‘গণিতের রঙ্গে: হাসিখুশি গণিত’ বইটি যতটা জ্ঞানের তার থেকে বেশি আনন্দের, চিন্তার আনন্দের! লেখক মনে করেন, গণিত পৃথিবীর সবচেয়ে মজার বিষয়। অনেক মানুষ এটাকে ভয় পায় কারণ মজার অংশগুলো তাদের জানানো হয় না!

মেলায় বইটি আদর্শের ৪১১-৪১২ নম্বর স্টলে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।