bangla news

খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পেলেন আলতাফ হোসেন ও নাসরিন জাহান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-০২-০৮ ১১:১৪:২১ এএম

প্রতি বছরই বসন্ত উৎসবকে সামনে রেখে নেত্রকোনা সাহিত্য সমাজ আয়োজন করে বসন্তকালীন সাহিত্য উৎসব এবং প্রদান করে খালেকদাদ সাহিত্য পুরস্কার। এবারও আয়োজন চলছে বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার ১৪১৬ ও ১৪১৭ প্রদান অনুষ্ঠানের।

প্রতি বছরই বসন্ত উৎসবকে সামনে রেখে নেত্রকোনা সাহিত্য সমাজ আয়োজন করে বসন্তকালীন সাহিত্য উৎসব এবং প্রদান করে খালেকদাদ সাহিত্য পুরস্কার। এবারও আয়োজন চলছে বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার ১৪১৬ ও ১৪১৭ প্রদান অনুষ্ঠানের।

খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার ১৪১৬-এর জন্য মনোনীত হয়েছেন কবি আলতাফ হোসেন এবং খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার ১৪১৭-এর জন্য মনোনীত হয়েছেন কথাসাহিত্যিক নাসরিন জাহান।

১ ফাল্গুন ১৪১৭, ১৩ ফেব্রুয়ারি ২০১১ নেত্রকোনা পাবলিক লাইব্রেরির বকুলতলা চত্বরে দিনব্যাপী বসন্তকালীন সাহিত্য উৎসব শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে কবি আলতাফ হোসেন ও কথাসাহিত্যিক নাসরিন জাহানের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

বাংলাদেশ সময় ২১২২, ফেব্রুয়ারি ৮, ২০১১

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2011-02-08 11:14:21