ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

ফ্যাসিবাদী গান গেয়ে বিতর্কিত জার্মান অধিনায়ক নয়্যার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৮, জুলাই ১৪, ২০২০
ফ্যাসিবাদী গান গেয়ে বিতর্কিত জার্মান অধিনায়ক নয়্যার ম্যানুয়েল নয়্যার

বুন্দেসলিগা জয়ের পর ক্রোয়েশিয়াতে ছুটি কাটাতে গিয়েছিলেন বায়ার্ন মিউনিখ এবং জার্মানি জাতীয় ফুটবল দলের অধিনায়ক ম্যানুয়েল নয়্যার। কিন্তু ছুটিটা উপভোগ করতে গিয়ে এখন বিতর্কিতের খাতায় নাম উঠল তার।

রোববার (১২ জুলাই) ক্রোয়েশিয়া ও সার্বিয়ার গণমাধ্যমে এক ভিডিও প্রকাশিত হয়। পরেরদিন তা ভাইরাল হয়ে পড়ে।

ভাইরাল হওয়ার কারণ, একদল লোকের সঙ্গে সৈকতে বসে ‘তুমি সুন্দর’ নামের এক জাতীয়বাদী গান গেয়েছেন জার্মান গোলরক্ষক।

গানটি প্রকাশ হয়েছিল ক্রোয়েশিয়ার বিভিন্ন জায়গায়। বলকান এক গানের দলের গাওয়া এই গানটিতে মহিমান্বিত করা হয় দেশটির তৎকালীন ফ্যাসিবাদী চরিত্রকে। অনেক বছর ধরে গানটি বিতর্কিত ক্রোয়েশিয়ার বিভিন্ন অঞ্চলের নাগরিকদের কাছে। এমনকি ক্রোয়েশিয়ান সঙ্গীতশিল্পী মার্কো পারকোভিচের ব্যান্ডের গাওয়া গানটি ইউরোপের বিভিন্ন দেশেই নিষিদ্ধ।

হিটলারের সময়ের জার্মানির ফ্যাসিবাদী আচরণে শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবার নয়্যারের কণ্ঠে এমন ফ্যাসিবাদী গানও ছড়িয়েছে বিতর্ক।  

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।