ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

এমবাপ্পে চমকে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, অক্টোবর ২৯, ২০১৮
এমবাপ্পে চমকে পিএসজির জয় পিএসজির জয়। ছবি: সংগৃহীত

অন্যান্য লিগে কিছুটা পিছিয়ে থাকলেও ফরাসি লিগ ওয়ানে এক কথায় উড়ছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তারই ধারাবাহিকতায় এবার জয় পেলো অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে। রোববার (২৮ অক্টোবর) রাতে প্রতিপক্ষের মাঠে ২-০ ব্যবধানে জয় পায় থমাস টুখেলের শিষ্যরা।

পিএসজির এই জয়ে একটি করে গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও ইউলিয়ান ড্রাক্সলার। গোলশূন্য থেকে প্রথমার্ধ শেশ করলেও দ্বিতীয়ার্ধে ২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে নেইমাররা।

 

ম্যাচের ৬১ মিনিটে মাঠে নামের এমবাপ্পে। নেমেই চমক দেখান ফরাসি এ তারকা। ম্যাচের ৬৫ মিনিটে দলকে গোল করে এগিয়ে দেন। ডি মারিয়ার পাস থেকে দুর্দান্ত এক শটে বল জালে পাঠান তিনি।

আর ম্যাচের অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান দিগুণ করেন ড্রাক্সলার। তার গোলের পর মার্শেই আর ফেরার স্বপ্নই দেখেনি। জয় নিয়ে মাঠ ছাড়ে লিগ ওয়ানের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

লিগে টেবিলের শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ১১ ম্যাচে ৩৩। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিলে।  

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।