দীর্ঘ সময় সংস্কার কাজ শেষে এই বছরই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বুঝে পেয়েছে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এবার সংস্কার শেষ হলো কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামেরও।
ফিফার গোল প্রকল্পের অধীনে প্রায় এক দশক পর স্টেডিয়ামটিতে নতুন টার্ফ বসানোর কাজ সম্পন্ন হয়েছে। আজ সকালে কমলাপুর স্টেডিয়াম এবং বাফুফে ভবনসংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফের উদ্বোধন করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধন শেষে তাবিথ আউয়াল জানান, দ্রুতই কমলাপুর স্টেডিয়ামের ফ্লাডলাইট সংস্কার কাজও শেষ করা হবে, যাতে রাতের ম্যাচ আয়োজন করতে কোনও সমস্যা না হয়।
উদ্বোধন শেষে বক্তব্যে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার কারণেই এখন সব কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। তার ভাষায়, “বিগত বছরগুলোতে নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, কিন্তু বছরের পর বছর সেগুলোর কোনো ফলাফল দেখা যায়নি। তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এবং অন্যান্য রাজনৈতিক দলের সহযোগিতায় খেলাধুলা এখন অনেকটাই রাজনীতি মুক্ত। এর ফলাফল আমরা পাচ্ছি, মাত্র ছয় মাসের মধ্যেই ঢাকা স্টেডিয়াম বুঝে পেয়েছি, কমলাপুর স্টেডিয়াম প্রস্তুত হয়েছে। অচিরেই এখানেও খেলা শুরু হবে। পরবর্তী সময়ে রামুতে ফিফার সেন্টার ফর এক্সেলেন্স এবং বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটের কাজও দ্রুত এগিয়ে যাবে। অ্যাকশন দেখেই বোঝা যাচ্ছে, অনেক কিছুই এখন সম্ভব। ”
নতুন টার্ফ বসানোর কাজ শেষ হলেও স্টেডিয়ামের বাকি সংস্কার কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ করতে চান বাফুফে সভাপতি। তিনি বলেন, “এখন আমাদের পরবর্তী কাজ হলো ফ্লাডলাইট সংস্কার, যাতে রাতের ম্যাচ আয়োজন করা যায়। পাশাপাশি গ্যালারির কিছু সংস্কার বাকি আছে। পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই এই কাজগুলো শেষ করতে পারব বলে আশা করছি। ”
হংকংয়ের বিপক্ষে আজকের অ্যাওয়ে ম্যাচকে সামনে রেখে জাতীয় দলকে শুভকামনা জানিয়েছেন তাবিথ আউয়াল। তিনি বলেন, “শুরুতে আমি অনূর্ধ্ব-১৭ নারী দলকে অভিনন্দন জানাতে চাই। তারা জর্ডানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে, এখনো তাদের সুযোগ আছে। আর আজ বাংলাদেশ পুরুষ দল নামবে হংকংয়ের বিপক্ষে। আমি আশাবাদী, অ্যাওয়ে ম্যাচে আমরা যদি ছোটখাটো ভুল না করি, তবে জয় সম্ভব। যে দল ৩-১ গোল পিছিয়ে থেকেও শেষ আট মিনিটে সমতায় ফিরতে পারে, সেই দলের ওপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। ”
এআর/আরইউ