ঢাকা, রবিবার, ১৮ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে ‘ছোট মেসি’, নেই নেইমার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে ‘ছোট মেসি’, নেই নেইমার

ইনজুরি কাটিয়ে জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো নেইমার জুনিয়রের। তাকে ছাড়াই ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।

তার দলে বড় চমক 'ছোট মেসি' খ্যাত এস্তেভাও।

ব্রাজিলের ২০২৪ কোপা আমেরিকার দলে থাকা আট খেলোয়াড়কে বাদ দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড সাজিয়েছেন দরিভাল। নেইমারের না থাকাও অনুমিতই ছিল। তবে ১৭ বছর বয়সী এস্তেভাওয়ের সুযোগ পাওয়া বড় চমক। ১৭ বছর বয়সী এই স্ট্রাইকারকে ডাকা হয় 'মেসিনহো' নামে। কেউ কেউ তাকে ব্রাজিলের পরবর্তী বড় তারকা বলছেন।

ব্রাজিলের পালমেইরাসে খেলেন এস্তেভাও। এ বছর ব্রাজিলের লিগে ১৯ ম্যাচে ৫ গোল করার পাশাপাশি করেছেন ৫টি অ্যাসিস্টও। আগামী বছর ১৮ বছর পূর্ণ হলে স্থায়ীভাবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে পাড়ি জমাবেন তিনি। যদিও তাকে পেতে লড়াইয়ে নেমেছিল বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ এবং পিএসজির মতো ক্লাব। তবে সেই লড়াইয়ে জিতে এস্তেভাওয়ের সঙ্গে চুক্তি করে চেলসি।  

আগামী সেপ্টেম্বরে ইকুয়েডরের বিপক্ষে বাছাইয়ের ম্যাচে অভিষেক হতে পারে এস্তেভাওয়ের। ম্যাচটি হওয়ার কথা আগামী ৭ সেপ্টেম্বর। এরপর ১১ সেপ্টেম্বরের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে।  

দক্ষিণ আমেরিকার বাছাইয়ে ছয় ম্যাচ খেলে এখন পর্যন্ত ষষ্ঠ স্থানে রয়েছে ব্রাজিল। ৬ ম্যাচে তাদের জয় মাত্র ২টিতে, ড্র একটি। পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। মেসিদের দল ৬ ম্যাচের ৫টিতে জিতেছে। হেরেছে একটিতে। ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে তারা। ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে এবং ১২ পয়েন্ট নিয়ে তিনে কলম্বিয়া। ব্রাজিলকে পরের ধাপে যেতে হলে এখন জয় ভিন্ন অন্য কিছু ভাবার সুযোগ নেই।

ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), বেন্তো (আল-নাসর), এদারসন (ম্যানচেস্টার সিটি)।

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ইয়ান কৌতো (বরুসিয়া ডর্টমুন্ড), গুইলার্মে আরানা (আতলেতিকো মিনিরো), ওয়েন্দেল (পোর্তো), বেরালদো, মারকুইনোস (পিএসজি), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), গ্যাব্রিয়েল ম্যাগালহেস (আর্সেনাল)।

মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লুমিনেন্স), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), গারসন (ফ্লামেঙ্গো), জোয়াও গোমেস (ওলভারহ্যাম্পটন), লুকাস পাকেতা (ওয়েস্ট হ্যাম)।

স্ট্রাইকার; রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), এন্দ্রিক (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), এস্তেভাও (পালমেইরাস), লুইজ হেনরিক (বোটাফোগো), পেদ্রো (ফ্লামেঙ্গো), সাভিনহো (ম্যানচেস্টার সিটি)।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।