ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

ফুটবল

সালাহর গোলে লিভারপুলের ঘুরে দাঁড়ানো জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
সালাহর গোলে লিভারপুলের ঘুরে দাঁড়ানো জয়

আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শেষে আবারও মাঠে গড়িয়েছে ক্লাব ফুটবল। বিরতি থাকলেও লিভারপুল ধরে রেখেছে তাদের পুরনো দাপট।

যদিও শুরুতে তাদের ভড়কে দেয় ব্রাইটন। কিন্তু দিনশেষে ২-১ গোলের ঘুরে দাঁড়ানো জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেডরা।

এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে বসল লিভারপুল। ২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট তাদের। অ্যানফিল্ডে ম্যাচের ৮৫ সেকেন্ডেই পিছিয়ে পড়ে তারা। ব্রাইটনকে এগিয়ে দেন ড্যানি ওয়েলবেক।  

যদিও সমতায় ফিরতে খুব বেশি দেরি করেনি লিভারপুল। ২৭তম মিনিটে ব্রাইটন ডিফেন্ডার জোয়েল ভেল্টম্যানের ভুলে দারুণ এক সুযোগ পেয়ে যান লুইস দিয়াস। তা কাজে লাগাতে কোনো ভুল করেননি এই কলম্বিয়ান ফরোয়ার্ড।

বিরতির পর অলরেডদের এগিয়ে দেন মোহামেদ সালাহ। ৬৫তম মিনিটে আলেক্সিস মাক আলিস্তারের পাস থেকে জাল খুঁজে নেন তিনি। এর ছয় মিনিট পর তৃতীয় গোলও পেয়েছিল লিভারপুল। কিন্তু অফসাইডে থাকায় দিয়াসের সেই গোল বাতিল করেছে ভিএআর।

লিভারপুল শীর্ষে ঠিক কতক্ষণ থাকবে তা নির্দিষ্ট করে দেবে চলমান ম্যানচেস্টার সিটি-আর্সেনাল ম্যাচটি। ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আর্সেনাল ও ৬৩ পয়েন্ট নিয়ে তিনে সিটি।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।