ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

ভুয়া ট্রায়ালের ফাঁদে অপহরণ, ঘানায় সেনেগালের তরুণ গোলকিপারকে হত্যা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১০, অক্টোবর ২১, ২০২৫
ভুয়া ট্রায়ালের ফাঁদে অপহরণ, ঘানায় সেনেগালের তরুণ গোলকিপারকে হত্যা! সংগৃহীত ছবি

সেনেগালের ফুটবলে এক মর্মান্তিক দুঃসংবাদ এসেছে। দেশটির তরুণ গোলকিপার শেখ তৌরে ঘানায় নিহত হয়েছেন।

ভয়াবহ এই পরিস্থিতিতে তার মৃত্যুর ঘটনাটি এখন প্রকাশ্যে এসেছে।

গতকাল রোববার সকালে সেনেগালের আফ্রিকান ইন্টিগ্রেশন ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় এই দুঃখজনক খবরটি নিশ্চিত করেছে। ‘এসপ্রিট ফুট ইউম্বেউল’ একাডেমিতে বেড়ে ওঠা এই প্রতিভাবান ফুটবলারকে ঘানায় মৃত অবস্থায় পাওয়া যায়।

আক্রাতে অবস্থিত সেনেগালের দূতাবাস কর্তৃক প্রেরিত তথ্য অনুযায়ী, শেখ তৌরে একটি প্রতারক ও চাঁদাবাজ চক্রের শিকার হয়েছিলেন।

রিপোর্ট থেকে জানা যায়, একদল দুর্বৃত্ত শেখ তৌরের সঙ্গে যোগাযোগ করে এবং তাকে একটি পেশাদার ক্লাবে ট্রায়ালের সুযোগ করে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে প্রলুব্ধ করে। এই ভুয়া সুযোগটিই শেষ পর্যন্ত অপহরণে রূপ নেয়। এরপর অপহরণকারীরা তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।

পরিবারের পক্ষে সেই মুক্তিপণের অর্থ জোগাড় করা সম্ভব হয়নি। অপহরণকারীদের দাবি পূরণ না হওয়ায় তারা এই অকল্পনীয় হত্যাকাণ্ড ঘটায়। এই ঘটনায় সেনেগালের ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফুটবল এর সর্বশেষ