ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

কিউবা মিচেলের ‘লিগ অভিষেক’ জয়ে রাঙাল কিংস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৩, অক্টোবর ২০, ২০২৫
কিউবা মিচেলের ‘লিগ অভিষেক’ জয়ে রাঙাল কিংস কিউবা মিচেল/সংগৃহীত ছবি

বাংলাদেশ ফুটবল লিগে প্রথম ম্যাচের হোঁচট খেয়েছিল বসুন্ধরা কিংস। দ্বিতীয় ম্যাচে দলটির জার্সিতে বাংলাদেশের লিগে অভিষেক হলো ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার কিউবা মিচেলের।

বিশেষ এই ম্যাচটি জয় দিয়েই রাঙাল কিংস।

সোমবার নিজেদের দুর্গ বসুন্ধরা কিংস অ্যারেনায় তারা ফর্টিস এফসিকে ২-১ গোলে পরাজিত করেছে। দলের হয়ে গোল দুটি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন গোমেজ ও মিডফিল্ডার ফয়সাল আহমেদ ফাহিম। ফর্টিসের হয়ে একমাত্র গোলটি করেন ওকাফোর।

এই জয়ের ফলে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে অস্কার ব্রুজোনের শিষ্যরা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে আছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

এদিন ম্যাচের বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসে বসুন্ধরা কিংস। প্রথম মিনিটেই এর ফলও পেয়ে যায় তারা। মাঝমাঠ থেকে রাফায়েল আগুস্তর বাড়ানো নিখুঁত লং বলে মাথা ছুঁইয়ে দলকে উল্লাসে মাতান দরিয়েলতন, যা লিগে তার টানা দ্বিতীয় গোল।

পিছিয়ে পড়ে অবশ্য ম্যাচে ফেরার বেশ কয়েকটি দারুণ সুযোগ তৈরি করেছিল ফর্টিস। তবে ৫ ও ১১ মিনিটে সাজ্জাদ ও পা ওমর বাবুর সহজ সুযোগ নষ্ট হওয়ায় সমতায় ফেরা হয়নি তাদের। কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের দৃঢ়তায় লিড ধরে রাখে স্বাগতিকরা। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বসুন্ধরা কিংস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে কিংস। ৫১ মিনিটে তপুর পাস থেকে দরিয়েলতন গোল করতে ব্যর্থ হলেও, পরের মিনিটেই আসে সাফল্য। রাফায়েল আগুস্তর পাস থেকে বল পেয়ে বাঁ প্রান্ত দিয়ে দুর্দান্ত গতিতে একজনকে কাটিয়ে বক্সে ঢোকেন ফয়সাল আহমেদ ফাহিম। তার মাটি কামড়ানো ক্রসে দরিয়েলতন আলতো টোকায় প্রতিপক্ষের ডিফেন্ডারদের মনোযোগ অন্যদিকে সরিয়ে নিলে ফাঁকায় বল পেয়ে সহজেই জালে জড়ান ফাহিম।

ম্যাচের আকর্ষণ বাড়িয়ে দেয় ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার কিউবা মিচেলের অভিষেক। ৭১ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এটিই ছিল তার প্রথম ম্যাচ। ৭৯ মিনিটে দরিয়েলতনের পাস থেকে বক্সের বাইরে বল পেয়ে জোরালো শটও নিয়েছিলেন তিনি, তবে ফর্টিস গোলরক্ষক সুজান পেরেইরা দুর্দান্তভাবে তা রুখে দেন।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে, যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ওকাফোর একটি গোল করে ব্যবধান কমালেও তা ফর্টিসের হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ২-১ গোলের স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

দিনের অন্য ম্যাচে, আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়ে লিগে নিজেদের প্রথম জয় পেয়েছে পিডব্লিউডি।

এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।