ঢাকা, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিজেপির প্রার্থী অভিনেত্রী পায়েল সরকারও হেরেছেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মে ২, ২০২১
বিজেপির প্রার্থী অভিনেত্রী পায়েল সরকারও হেরেছেন অভিনেত্রী পায়েল সরকার

পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটে বিজেপির শিবিরে একের পর এক তারকাদের হারের খবর আসছে। বেহালা পূর্ব আসনে তৃণমূলের প্রার্থী রত্না চ্যাটার্জির কাছে হেরেছেন বিজেপির প্রার্থী টালিউড অভিনেত্রী পায়েল সরকার।

 

ভোটের ফলাফলে দেখা গেছে, তৃণমূলের প্রার্থী ১৩ হাজার ৯৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১২ হাজার ৬৪০ ভোট। এছাড়া চুঁচুড়ায় বিধানসভার ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অজিত মজুমদারের সঙ্গে হেরে গিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। ৫৭ হাজার ৮৯১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। অন্যদিকে লকেট চট্টোপাধ্যায় পেয়েছেন ৫৪ হাজার ৮২৯ ভোট।  

অন্যদিকে টালিউডের তারকা বিজেপির আলোচিত প্রার্থী শ্রাবন্তী তৃণমূল কংগ্রেস প্রার্থীর চেয়ে ১৫ হাজারেরও বেশি ব্যবধানে পিছিয়ে পড়েছেন।

এদিকে বিধানসভা ভোটের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, ২০৭ আসন পেয়ে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপি ৮৩ আসন পেয়েছে। এ নিয়ে বিজেপি শিবিরে ক্ষোভ উগড়ে পড়ছে।

আরও পড়ুন: 

>>লজ্জাজনক হারের পথে অভিনেত্রী শ্রাবন্তী

>>দিদির মুখে হাসি ফোটাতে পেরে খুশি লাভলি মৈত্র

>>তৃণমূলের হয়ে চিরঞ্জিত চক্রবর্তীর হ্যাট্রিক বিজয়

>>হেরে গেলেন রুদ্রনীল ঘোষ

>>প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই জিতলেন অদিতি মুন্সি

>>বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতার বড় শক্তি: কঙ্গনা

>>তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ পরাজিত

>>বাঙালি প্রমাণ করল, আমাদের কেনা যায় না: নচিকেতা

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ০২, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।