ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ফরিদুল ইসলাম রুবেল 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৩, আগস্ট ২৭, ২০২৫
মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ফরিদুল ইসলাম রুবেল 

জীবনের শেষ দিন পর্যন্ত সমাজে পিছিয়ে পড়া মানুষদের সেবায় নিজের জীবন অতিবাহিত করেছিলেন আলবেনিয়া থেকে ভারতে আসা নারী মাদার তেরেসা। মঙ্গলবার (২৬ আগস্ট) ছিল সেই মহিয়সী নারীর ১১৫তম জন্মদিন।

 

এ উপলক্ষে ‘বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি’র উদ্যোগে তার স্মরণে আলোচনা ও ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড ২০২৫’-এর আয়োজন করে। এতে শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে ভূষিত হন ফরিদুল ইসলাম রুবেল।

রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় ফরিদুল ইসলাম রুবেলের হাতে শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার তুলে দেন স্বনামধন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ (জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত) ও সৈয়দ মার্গুব মোর্শেদ।  

ফরিদুল ইসলাম রুবেল বলেন, ‘একজন মাদার তেরেসা যুগে যুগে আসে না। শতাব্দী পেরিয়ে এমন মানুষের দেখা মেলে। আমরা মাদার তেরেসার জীবন থেকে অনুপ্রেরণা পাই। আজ যে পুরস্কারে আমাকে ভূষিত করা হলো- সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কাজকে ভালোবাসি। কাজের মাঝেই বাঁচতে চাই। সমাজের জন্য কিছু করতে পারলেই সুখ খুঁজে পাই।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ, পুলিশের অতিরিক্ত আইজিপি সরদার তমিজউদ্দীন আহমেদ, সালাম মাহমুদ, ইঞ্জি. বুলবুল আহমেদ, সাংবাদিক আব্দুল মালেক, আলী আশরাফ আখন্দ প্রমুখ ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী।  

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।