ঢাকা, মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

এবারের জন্মদিনে ৪৩টা চুমু পেলেন রণবীর!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৪, সেপ্টেম্বর ৩০, ২০২৫
এবারের জন্মদিনে ৪৩টা চুমু পেলেন রণবীর! সংগৃহীত ছবি।

এবারের ৪৩তম জন্মদিনটি জীবনসঙ্গী আলিয়া ভাট ও ফুটফুটে শিশুকন্যা রাহা কাপুরের সঙ্গে ঘরোয়াভাবে উদযাপন করেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর।  

সোমবার (২৯ সেপ্টেম্বর) অনুরাগীদের চমকে দিয়ে অভিনেতা তার পোশাক ব্র্যান্ড এআরকেএস’র ইনস্টাগ্রাম পেজে একটি লাইভ ইন্টারঅ্যাকটিভ সেশন করেন।

 

সেখানে তাকে এক ভক্তের প্রশ্ন করেছিলেন উত্তরে অভিনেতা জানান,আমি জন্মদিনে মা, আলিয়া ও রাহার সঙ্গে ছিলাম। এর চেয়ে ভালো কী-ই বা চাইতে পারতাম জন্মদিনে! 

স্ত্রী আলিয়ার একটি ছবি পোস্ট করেছেন। সেখানেই দেখা যাচ্ছে, বাবার জন্য কেক সাজাচ্ছে মেয়ে রাহা। রণবীর বলেন, ‘রাহা বলেছিল আমাকে ৪৩টা চুমু দেবে। সেটাই করেছে। সঙ্গে হাতে লেখা চিঠি।

তিন বছর বয়স হতে চলল রাহার। বাবাকে চিঠিতে সে লেখে, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা।

রাহা ছোটবেলা থেকেই বাবার ন্যাওটা। যতবারই তার ছবি প্রকাশ্যে এসেছে, কখনও বাবার সঙ্গে খেলতে, কখনও আবার বাবার কোলে বসে আদর খেতে দেখা গিয়েছে তাকে।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।