ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

হাবিবের সঙ্গে ‘মহা জাদু’-তে কে এই গায়িকা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৮, সেপ্টেম্বর ২৬, ২০২৫
হাবিবের সঙ্গে ‘মহা জাদু’-তে কে এই গায়িকা?

কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের নতুন গান এসেছে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায়। এর শিরোনাম ‘মহা জাদু’।

গানটি গেয়েছেন হাবিব ওয়াহিদ।

‘লাগাইয়া পিরিতের ডুরি, আলগা থাকি টানেরে, আমার বন্ধু মহা জাদু জানে’- এমন কথার গানটির কথা ও সুর বাউল শাহ খোয়াজ মিয়ার। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের সংগীতায়োজনও করেছেন হাবিব। এর একটি অংশ তৈরি হয়েছে ফরাসি ভাষায়। সেই অংশটুকু গেয়েছেন তাজিকিস্তানের মেহেরনিগরি রুস্তম।

গানটি প্রকাশের পর শ্রোতাদের প্রশ্ন এই এই মেহেরনিগরি রুস্তম? যুক্তরাজ্যভিত্তিক সংগীতশিল্পীদের নিয়ে তথ্য প্রদানকারী প্ল্যাটফর্ম লাস্ট এফম থেকে জানা গেছে, মেহরনিগরি রুস্তম তাজিকিস্তানের একজন পপ তারকা। তার ভাই সাফার মুহাম্মদ রুস্তমও একজন সংগীতশিল্পী।

১৯৯৪ সালের ১৪ অক্টোবর তাজিকিস্তানের খোভালিং জেলায় তার জন্ম। মাত্র ৫ বছর বয়সে গান গাওয়া শুরু করেন তিনি। তখন থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে থাকেন।

২০১১ সালে দুশানবের আন্তর্জাতিক স্কুল থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন মেহেরনিগরি রুস্তম। তালাভুজা সাত্তোরভের নামে নামকরণ করা তাজিক জাতীয় সংরক্ষণাগারের একাডেমিক অনুষদের শিক্ষার্থী ছিলেন তিনি।  

২০০১ সালে ‘বাডস অব হোপ’ প্রতিযোগিতায় অংশ নেন মেহরনিগরি রুস্তম। ২০০৩ সালে ‘সানশাইন’ প্রতিযোগিতায় অংশ নেন এবং এ প্রতিযোগিতায় গ্র্যান্ড প্রাইজ লাভ করেন। পরবর্তীতে তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘ইয়েদিনজি তুর্কি অলিম্পিক’-এ স্বর্ণ ও রৌপ্য পদক লাভ করেন। ২০০৬ সালে সিআইএস তরুণদের মধ্যে অনুষ্ঠিত ‘ডেলফি গেমস’ প্রতিযোগিতায় লোকসংগীত ও জনপ্রিয় গান বিভাগে দুটি স্বর্ণপদক জিতেন।

এছাড়া রাজধানী দুশানবে শহরে অনুষ্ঠিত হয় ‘জিলো-২০১৪’ প্রতিযোগিতা। যা আন্তর্জাতিক পর্যায়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল। এই প্রতিযোগিতায় ‘আধুনিক ও জনপ্রিয়’ সংগীত বিভাগের একটিতে সেরা নারী গায়িকা নির্বাচিত হয়েছিলেন মেহেরনিগরি রুস্তম।

প্রায় এক দশকের সংগীত ক্যারিয়ারে বেশ কয়েকটি জনপ্রিয় গান উপহার দিয়েছেন মেহরনিগরি রুস্তমের। এর উল্লেখযোগ্য ‘গুল’, ‘নিগিন আনোর’, ‘আনার আনার’। সংগীতের পাশাপাশি সামাজিকমাধ্যমে বেশ সক্রিয় তিনি। প্ল্যাটফর্মটিতে তার অনুসারীর সংখ্যা প্রায় ১৫ লাখ।

এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।