ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

চতুর্থ ধাপের উপজেলা ভোটে ৮৮ জনের প্রতিদ্বন্দ্বী নেই

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
চতুর্থ ধাপের উপজেলা ভোটে ৮৮ জনের প্রতিদ্বন্দ্বী নেই নির্বাচন ভবন

ঢাকা: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৮৮ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৩৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ২২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন রয়েছেন।

আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে ১৫টি উপজেলায় ভোটগ্রহণ হচ্ছে না।

কেননা, ওই ১৫ উপজেলার সবগুলোর পদেই প্রার্থিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।  

উপজেলাগুলো হলো— ভোলা সদর, মনপুরা, চরফ্যাশন, যশোহরের শার্শা, ময়মনসিংহের গফরগাঁও,  ঢাকার সাভার, কেরানীগঞ্জ, কুমিল্লার লাকসাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, দেবিদ্বার, চৌদ্দগ্রাম, নোয়াখালীর কোম্পানিগঞ্জ, বাহ্মণবাড়িয়ার কসবা ও ফেণীর পরশুরাম।

এছাড়াও ২৪টি উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এগুলো হলো— ভোলার দৌলতখান, পিরোজপুরের ভাণ্ডারিয়া, যশোর সদর, খুলনার ফুলতলা, বটিয়াঘাটা, বাগেরহাট সদর, মোংলা, চিতলমারী, কচুয়া, রামপাল, শরণখোলা, ময়মনসিংহ সদর, ফুলবাড়িয়া, ঢাকার দোহার, টাঙ্গাইলের ধনবাড়ি, নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ি, সুবর্ণচর, বাহ্মবাড়িয়ার আখাউড়া, ফেনীর ফুলগাজী, সোনগাজী, দাগনভূঁইয়া, ছাগলনাইয়া ও দিনাজপুর সদর।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে অন্য ৭ উপজেলায় প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেগুলো হলো— নোয়াখালীর চাটখিল, ফেনী সদর, খুলনার দাকোপ, পিরোজপুরের নাজিরপুর, নারায়ণগঞ্জের আড়াইহাজার, মুন্সীগঞ্জের লৌহজং ও বাগেরহাটের ফকিরহাট।

আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে যে ১২ উপজেলায় ভোট হবে না— পটুয়াখালী সদর, ভোলার দৌলতখান, পিরোজপুরের ভাণ্ডারিয়া, বাগেরহাট সদর, ফকিরহাট, ময়মনসিংহের হালুয়াঘাট, নারায়ণগঞ্জের আড়াইহাজার, ঢাকার ধামরাই, কুমিল্লার বরড়া, নোয়াখালীর সুবর্ণচর, বাহ্মবাড়িয়ার আখাউড়া, ফেনী সদর।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করছে নির্বাচন কমিশন। আগামী ১৮ জুন পঞ্চম ধাপের ভোটগ্রহণ শেষ হবে। ইতিমধ্যে অনুষ্ঠিত তিন ধাপের নির্বাচনে আরো প্রায় ২ শতাধিক প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।