[x]
[x]
bangla news

ফেনীতে ৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-১২-০৯ ৭:০৪:২৩ পিএম
রহিম উল্লাহ, খায়রুল বাশার তপন, জিয়া উদ্দিন মিস্টার ও স্বপন।

রহিম উল্লাহ, খায়রুল বাশার তপন, জিয়া উদ্দিন মিস্টার ও স্বপন।

ফেনী: ফেনীর তিনটি আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন চার প্রার্থী। রোববার (৯ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রার্থিতা প্রত্যাহারকারীরা হলেন- ফেনী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী খায়রুল বাশার মজুমদার তপন, ফেনী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জিয়া উদ্দিন মিস্টার, ফেনী-৩ আসনে সংসদ সদস্য রহিম উল্লাহ ও ঐক্যফ্রন্টের প্রার্থী শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। 

এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ফেনীতে ৩৪ প্রার্থীর মধ্যে সাত প্রার্থীর মনোনয়ন বাতিল করেছিল রিটার্নিং কর্মকর্তা। প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছিল ২৭ জনের। বর্তমানে প্রত্যাহারের পর ২৩ জন প্রার্থী রয়েছেন। 

চূড়ান্ত প্রার্থীরা হলেন- ফেনী-১ আসনে জাসদের শিরীন আখতার, বিএনপির রফিকুল আলম মজনু, ইসলামী আন্দোলনের কাজী গোলাম কিবরিয়া, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) শাহরিয়ার ইকবাল, গণফোরামের এবিএম গোলাম মাওলা চৌধুরী, খেলাফত আন্দোলনের আনোয়ার উল্লাহ ভূঁইয়া, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) শেখ আবদুল্লাহ ও  বাংলাদেশ মুসলিম লীগের তারেকুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কাজী নুরুল আলম।

ফেনী-২ আসনে সংসদ সদস্য আওয়ামী লীগের দলীয় প্রার্থী নিজাম উদ্দিন হাজারী। এখানে বিএনপি দলীয় প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি, ইসলামী আন্দোলন প্রার্থী নুরুল করিম বেলালী, নজরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন।

ফেনী-৩ আসনে ইসলামী আন্দেলন প্রার্থী আবদুর রাজ্জাক, বিএনএফ’র শাহরিয়ার ইকবাল, জাতীয় পার্টির (জাপা) মাসুদ উদ্দিন চৌধুরী, স্বতন্ত্র ইশতিয়াক আহমেদ, আবুল বশর, বিএনপির আকবর হোসেন, বাসদের হারাধন চক্রবর্তী, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মাইন উদ্দিন, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মো. গোলাম হোসেন।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এসএইচডি/আরবি/

ক্লিক করুন, আরো পড়ুন :   একাদশ জাতীয় সংসদ নির্বাচন ফেনী
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2018-12-09 19:04:23