ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

সংলাপ শেষের আগে তফসিল নয়, সিইসিকে ড. কামালের চিঠি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
সংলাপ শেষের আগে তফসিল নয়, সিইসিকে ড. কামালের চিঠি

ঢাকা: চলমান রাজনৈতিক সংলাপ শেষ না হওয়ার আগ পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করতে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

শনিবার (৩ নভেম্বর) বিকেলে ঐক্যফ্রন্টের প্যাডে ড. কামাল হোসেন স্বাক্ষরিত এ চিঠি জোটের প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম পথিক নির্বাচন কমিশনের (ইসি) প্রাপ্তি ও জারি শাখায় জমা দেন।

চিঠিতে ড. কামাল বলেন,‌ ‘‌আপনারা জানেন, গত ১ নভেম্বর ২০১৮, প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সংলাপে বলেছেন, তফসিল ঘোষণার বিষয়টি একান্তভাবেই নির্বাচন কমিশনের ব্যাপার। আপনারা নিশ্চয় অবগত আছেন যে, প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন দলের সংলাপ অব্যাহত আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন যে, ৮ নভেম্বরের পর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের বিষয়টি আবারও বিবেচনায় রয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও সংলাপে বসার ব্যাপারে ইচ্ছুক। ’

‘রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে আপনারা জানিয়েছেন, ৪ নভেম্বর কমিশনের বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ‌ আপনারা যেহেতু প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের বিষয়টি অবগত আছেন এবং সেদিকে নজর রাখছেন-সে প্রেক্ষাপটে আমরা মনে করি যে, তফসিল ঘোষণার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি চলমান রাজনৈতিক প্রক্রিয়া, বিশেষ করে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের অপেক্ষা করাই শ্রেয়। ’ 

ঐক্যফ্রন্টের এ নেতা তার চিঠিতে আরও বলেন, ‘তফসিল ঘোষণা নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তফসিল ঘোষণার পরই রাজনৈতিক দলগুলো এবং প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কার্যক্রম শুরু করেন। যে কোনো ধরনের নির্বাচনে রাজনৈতিক দল এবং প্রার্থীরা হচ্ছেন অন্যতম স্টেকহোল্ডার। তাদের কর্মকাণ্ড এবং কর্মসূচিকে আমলে নেওয়া নির্বাচন কমিশনের মৌলিক দায়িত্ব বলে আমরা মনে করি। বিশেষ করে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে ও একটি সম্ভাব্য রাজনৈতিক সমঝোতা একাদশ জাতীয় নির্বাচনসহ দেশের রাজনৈতিক ক্ষেত্রে অনেক গুণগত পরিবর্তন আনতে পারে- যা অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য আপনাদের প্রচেষ্টাকেও সহায়তা করবে। ’

প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ শেষ হওয়ার পর তফসিল ঘোষণার তারিখ নির্ধারণের অনুরোধ জানিয়ে ড. কামাল চিঠিতে বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, তফসিল ঘোষণা দিনক্ষণ নির্ধারণে আপনাদের এমন অপেক্ষা রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে নির্বাচন কমিশনের প্রতি আস্থা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ’

গত ১ নভেম্বর ঐক্যফ্রন্টকে দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপ শুরু করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যুক্তফ্রন্টের সঙ্গেও সংলাপ করেছেন। সংলাপে বসতে যাচ্ছে বর্তমান বিরোধী দল জাতীয় পার্টিসহ অন্যান্য দলও।

এরমধ্যে অবশ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৭ নভেম্বরের পর আর সংলাপ হবে না জানিয়ে বলেছেন, ‘আমরা ৮ তারিখ পর্যন্ত যেতে পারছি না, কারণ সিডিউল ডিক্লেয়ার, নমিনেশন নেওয়ার বিষয় আছে। আমরা ৭ তারিখে শেষ করবো। ’

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
ইইউডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।