ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

ক্ষেতলালে ইউপি নির্বাচনে আ’ লীগ প্রার্থীর জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
ক্ষেতলালে ইউপি নির্বাচনে আ’ লীগ প্রার্থীর জয় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর। ছবি: সংগৃহীত

জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু রাশেদ আলমগীর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

বুধবার (২৫ জুলাই) রাত ৮টায় ক্ষেতলাল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আনিছার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বাংলানিউজকে জানান, নৌকা প্রতীক নিয়ে আবু রাশেদ আলমগীর পেয়েছেন আট হাজার ১৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আশরাফ আলী মণ্ডল পেয়েছেন দুই হাজার ৫৭৯ ভোট।
 
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়টি কেন্দ্রের মোট ৩৮টি কক্ষে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়।  

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।