ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

নির্বাচন ও ইসি

২৯ কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৬, অক্টোবর ১৫, ২০২৫
২৯ কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি ফাইল ফটো

দুই বছর আগে নিয়োগ পাওয়া ২৯ মাঠ কর্মকর্তার চাকরি স্থায়ী করল নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৫ অক্টোবর) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার উপ-সচিব ইকবাল হোসেন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।

এতে বলা হয়েছে, ইসি সচিবালয়ের আওতাধীন ২৯ সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করা হলো। সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা পদে এসব কর্মকর্তা ২০২৩ সালের নভেম্বর ও ডিসেম্বরে যোগদান করেছিলেন। যোগাদানের তারিখ থেকেই তাদের চাকরি স্থায়ী করা হয়েছে।

ইসির নিয়োগ বিধিমালা অনুযায়ী, প্রথমে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। এরপর কৃতত্বের সঙ্গে একটি নির্দিষ্ট সময় অতিবাহিত হলে স্থায়ী করা হয় চাকরি।
 

ইইউডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।