ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, চলতি মাসের শেষ সপ্তাহে হতে পারে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইসি সচিব এসব কথা বলেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে যাদের নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, সেগুলোর বিষয়ে আমরা গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতেও পর্যালোচনা করেছি। আমার ধারণা, ২০ অক্টোবর পর্যন্ত দাবি আপত্তি জানানোর সময় আছে। সেই সময়ের মধ্যে দাবি আপত্তি নেওয়ার পর নেক্সট উইকে এটাকে ফাইনালাইজ করব।
ইসি সচিব বলেন, প্রাথমিকভাবে আমরা যে তালিকাটা করেছি, সেটা সম্পূর্ণ হয় নাই। এজন্যই তো দাবি আপত্তি চাওয়া হয়েছে। কেননা, প্রমাণ না হলে তো আর মিথ্যা হয় না।
গত ২৭ সেপ্টেম্বর ৭৩টি দেশি সংস্থাকে নিবন্ধন দেওয়ার উদ্দেশ্যে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ইসি। এরপর সেই সংস্থাগুলো নিয়ে নাগরিকদের কাছে দাবি আপত্তি চায়। এজন্য সময় দেওয়া হয়েছে ২০ অক্টোবর পর্যন্ত। এরপর দাবি আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্তভাবে নিবন্ধন সনদ দেবে ইসি। নিবন্ধিত সংস্থাগুলোই পরবর্তী পাঁচ বছর বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষণ করবে।
আরও পড়ুন>>
>> ৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির, আপত্তি আহ্বান
ইইউডি/আরআইএস