ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটার হালনাগাদ: ফের প্রুফ রিডিংয়ের নির্দেশ ইসির

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, মে ২৫, ২০২৫
ভোটার হালনাগাদ: ফের প্রুফ রিডিংয়ের নির্দেশ ইসির

ঢাকা: চলমান ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে যে কোনো করণিক ভুল না থাকে, সেজন্য ফের সংগ্রহ করা তথ্যের প্রুফ রিডিংয়ের জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।  

সংস্থাটির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব (মোহাম্মদ দেলোয়ার হোসেন ইতোমধ্যে নির্দেশনাটি সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন।

 

নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষে ভোটারযোগ্য নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, সুপারভাইজার কর্তৃক যাচাই কার্যক্রম ও মাঠপর্যায়ে নিবন্ধন কার্যক্রম ১১ এপ্রিল এবং প্রুফ রিডিংসহ ডাটা আপলোড কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ভোটারযোগ্য ব্যক্তির সরবরাহকৃত তথ্য সঠিকভাবে সন্নিবেশিত না হয়ে থাকলে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রে ভুল থাকার সম্ভাবনা থাকবে। ফলে ব্যক্তির সরবরাহকৃত তথ্য সঠিকভাবে সন্নিবেশ করে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রে ভুল ত্রুটি এড়ানোর লক্ষ্যে পুনরায় প্রুফ রিডিং কার্যক্রম গ্রহণের জন্য নির্বাচন কমিশন (ইসি) নির্দেশনা দিয়েছেন।  

এই অবস্থায় সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার কর্তৃক নিয়োগকৃত প্রুফ রিডার ও ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে যারা পূর্বে কাজ করেছেন, তাদের মধ্য থেকে যোগ্য ও অভিজ্ঞদের পুনরায় প্রুফ রিডিংয়ের দায়িত্ব প্রদান করে আগামী ২০ জুনের মধ্যে কার্যক্রম সম্পন্ন করতে হবে।  

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, কোনো নাগরিক ভোটার হতে চাইলে তাকে ফরম-২ পূরণ করতে হয়। এরপর সেই পূরণ করা ফরমের তথ্য সার্ভারে আপলোড করেন ইসি নিয়োজিত কর্মীরা। এখানে আপলোড করা তথ্য ফরম-২ এর সঙ্গে মিল আছে কি-না, প্রুফ রিডিং বলতে এই কাজটিকেই বোঝানো হয়েছে।  

এবারের হালনাগাদ কার্যক্রম ৬০ লাখের মতো নাগরিকের তথ্য সংগ্রহ করেছে ইসি।  

ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।