ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

রাকসু: শিবিরের বিরুদ্ধে ছাত্রদল সমর্থিতদের একগুচ্ছ অভিযোগ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, অক্টোবর ১৬, ২০২৫
রাকসু: শিবিরের বিরুদ্ধে ছাত্রদল সমর্থিতদের একগুচ্ছ অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের বিরুদ্ধে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ, ভোটে বাধা, লাইনজ্যামিংসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের প্রার্থীরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর এবং জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন।

এ সময় এ প্যানেলের এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষাও উপস্থিত ছিলেন।

শেখ নূর উদ্দিন আবীর বলেন, আমরা আশা করেছিলাম আনন্দমুখর পরিবেশে রাকসু নির্বাচন হবে। ৩৫ বছর পর এই নির্বাচন হচ্ছে। গত ১৭ বছর সুষ্ঠু নির্বাচন হয়নি। আমরা আশা করেছিলাম রাকসু নির্বাচনে অবাধ ও সুষ্ঠু পরিবেশ পাব। সকালেও আমরা বলেছিলাম নির্বাচন সুষ্ঠু হচ্ছে, কিন্তু পরবর্তীতে সেই পরিবেশ আর থাকেনি।

তিনি অভিযোগ করেন, শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটসহ বিভিন্ন গেটে লাল জার্সি পরা শত শত বহিরাগতকে ক্যাম্পাসে প্রবেশ করিয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীর অবস্থান রয়েছে বলে জানান তিনি।

জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন বলেন, বিশ্ববিদ্যালয়ের কয়েকটি কেন্দ্রে ভোটারদের ভেতরে যেতে বাধা দেওয়া হয়েছে। জিয়া হলের ভোটকেন্দ্রে ১০০ ব্যালট পেপারে আগে থেকে স্বাক্ষর ছিল। ওই এক ঘণ্টায় সেখানে ভোট জালিয়াতি হয়েছে কিনা সন্দেহ আছে।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে লাইনজ্যামিংয়ের অভিযোগও আছে। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট চলছিল, কিন্তু দুপুরের পরেও কয়েকটি কেন্দ্রে দীর্ঘ লাইন দেখা গেছে। সেখানে ভোটারদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়েছে।

ছাত্রদল সমর্থিতরা ভোট বর্জন করবে কিনা প্রশ্নে ভিপি প্রার্থী আবীর বলেন, আমরা শিক্ষার্থীদের শেষ রায় পর্যন্ত দেখব।

এমইউএম/এসসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।