ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

এইচএসসিতে এগিয়ে ছাত্রীদের জয়যাত্রা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪২, অক্টোবর ১৬, ২০২৫
এইচএসসিতে এগিয়ে ছাত্রীদের জয়যাত্রা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবছরও এগিয়ে ছাত্রীদের সাফল্য। পাসের হার ও জিপিএ-৫—উভয় ক্ষেত্রেই মেয়েরা ছাত্রদের পেছনে ফেলেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এ ফল প্রকাশ করা হয়।

১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন। উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। এর মধ্যে ছাত্র উত্তীর্ণ হয়েছেন ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন এবং ছাত্রী উত্তীর্ণ হয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন। ছাত্রের চেয়ে ৮৭ হাজার ৮১৪ জন বেশি ছাত্রী এবারে পাস করেছেন।

পাসের হার ছাত্রদের ৫৪ দশমিক ৬০ শতাংশ এবং ছাত্রীদের ৬২ দশমিক ৯৭ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তিতেও এগিয়ে মেয়েরা। এ বছর ৩২ হাজার ৫৩ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছেন, ছাত্রী পেয়েছেন ৩৭ হাজার ৪৪ জন। ছাত্রের চেয়ে ৫ হাজার ৯৭ জন বেশি ছাত্রী সর্বোচ্চ জিপিএ অর্জন করেছে।
 

এমআইএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।