ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে: শিবির সমর্থিত প্যানেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, অক্টোবর ১৬, ২০২৫
নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে: শিবির সমর্থিত প্যানেল সংবাদ সম্মেলন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণে এক গুচ্ছ অভিযোগ জানিয়েছে শিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। পাশাপাশি এসব অভিযোগ আমলে না নেওয়ায় নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে বলেও মন্তব্য করেছেন তারা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই মন্তব্য করেন।

সংবাদ সম্মেলেন শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কিছু ছোট-খাটো অভিযোগ ছাড়া এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হচ্ছে। আমরা অংশীদারদের সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানাই।

অনিয়মের বিষয়ে জিএস প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা বলেন, সকাল থেকে বেশ কিছু অনিয়ম আমাদের চোখে ধরা পড়েছে। ভোটারদের হাতে যে অমোছনীয় কালি ব্যবহার করা হয়েছে, সেটি ভোট দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে উঠে গেছে। এ ছাড়া ভোটের শুরুতে সিরাজী ভবনে আমাদের শিক্ষার্থীদের চিরকুট নিয়ে প্রবেশে বাধা দেওয়া হয়। এরপর রবীন্দ্র ভবন, জগদীশ চন্দ্র ভবনসহ একাধিক কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। কিন্তু নির্বাচন কমিশন বলেছিল, শিক্ষার্থীরা প্রচারপত্র ও চিরকুট নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে।

তিনি অভিযোগ করেন, ছাত্রদল ও আধিপত্য বিরোধী ঐক্যের প্যানেল নিয়ম ভঙ্গ করে ভোটকেন্দ্রের ১০০ গজের ভেতরে প্রবেশ করে ভোটারদের ম্যানিপুলেট করে চিরকুট বিতরণ করছে। ছাত্রদল নিয়মের তোয়াক্কা না করে খালেদা জিয়া হলসহ কয়েকটি স্থানে বুথ নির্মাণ করেছে, যা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করছে।

তিনি আরও অভিযোগ করেন, ক্যাম্পাসে ছাত্রদল, যুবদল ও বিএনপির বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করছে এবং অনলাইনে আমাদের বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে। ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নিজে ক্যাম্পাসে বসে এসব গুজব ছড়াচ্ছে। তিনি অপপ্রচার চালাচ্ছেন, জামায়াত নাকি অস্ত্রের ট্রেনিং দিচ্ছে, ছাত্রশিবির ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ করাচ্ছে। ছাত্রদলের সভাপতি স্বয়ং ফেসবুকে এমন একটি পোস্ট দিয়েছে। তারা গতকাল রাতে নীতিমালা ভঙ্গ করে দেয়াল লিখন করেছে।

তিনি বলেন, গেটগুলোতে তল্লাশির ক্ষেত্রে শিথিলতা দেখানো হচ্ছে এবং ক্যাম্পাসে প্রচুর পরিমাণ বহিরাগত প্রবেশ করেছে। কিন্তু প্রশাসন এ ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চুপ। প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন।

অভিযোগগুলো পুলিশ বা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, পুলিশকে আমরা অভিযোগগুলো জানাইনি, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অবগত করেছি। কিন্তু তারা আমাদের অভিযোগগুলোকে আমলেই নিচ্ছে না। অমোচনীয় কালির বিষয় কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে কিনা জানতে চাইলে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করেছে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের সাধুবাদ জানিয়েছি। এখন আমরা অভিযোগ জানিয়েছি তাদের কাছে। তারা যদি এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে তো তারা পক্ষপাতমূলক আচরণ করছে।

এসসি/এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।