সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৫ সেপ্টেম্বর) পুঁজিবাজারে সূচকের সামান্য উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৮৬ ও ২১৩৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৭০৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ২৬ কোটি টাকা কম। আগেরদিন ডিএসইতে ৭৩২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
সোমবার ডিএসইতে ৪০২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৭টি কোম্পানির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- টেকনো ড্রাগস, খান ব্রাদার্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, এশিয়াটিক ল্যাবরেটরিজ, মিডল্যান্ড ব্যাংক, রবি, প্যারামাউন্ট টেক্সটাইল, ডোমেনেজ, ফাইন ফুডস ও সালাম স্টিল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই সোমবার ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৩৬৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭০টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার দর।
সোমবার সিএসইতে ৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগেরদিনের চেয়ে প্রায় ৪ কোটি টাকা কম। আগেরদিন সিএসইতে ১২ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
এসএমএকে/আরবি