ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করতে কমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৯, সেপ্টেম্বর ৯, ২০২৫
শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করতে কমিটি গঠন শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করতে কমিটি গঠন

ঢাকা: শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের একীভূতকরণের কার্যক্রম বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের (আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ বিভাগ) কর্মকর্তাদের সমন্বয়ে আহ্বায়কসহ ৮ সদস্যের একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।

 

অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।  

শরিয়াহভিত্তিক ওই পাঁচ ব্যাংক হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।  

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদকে আহ্বায়ক করে গঠন করা ওই কমিটির সদস্য সচিব ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দীন। সদস্য হিসেবে যারা আছেন- আর্থিক প্রতিষ্ঠান বিভারে যুগ্ম-সচিব মোহাম্মদ রাশেদুল আমিন, যুগ্ম-সচিব শেখ ফরিদ উদ্দিন, যুগ্ম-সচিব মোহাম্মদ সাইদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের রেজল্যুশন ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ জহির হোসেন, অর্থ বিভাগের উপ-সচিব ফরিদ উদ্দিন ও ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক ড. কাজী আরিফ ইজ জামান।  

ওয়ার্কিং কমিটির কর্মপরিধি: প্রস্তাবিত একীভূতকরণ কার্যক্রম বাস্তবায়নের জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন। উল্লেখ্য, ওয়ার্কিং কমিটির সকল সদস্য সভায় উপস্থিতির জন্য বিধি মোতাবেক সম্মানী ভাতা প্রাপ্য হবেন।

সম্প্রতি অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন জাপান সফর শেষে দেশে ফিরেই এ সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের সভা করেন। ওই সভায় দেশের বিপর্যস্ত ব্যাংকগুলো নিয়ে আলোচনা হয়। তারমধ্যে উল্লেখিত ৫টি ব্যাংক কিভাবে একীভূত হবে সে বিষয়ে গাইডলাইন নিয়ে আলোচনা শেষে এই কমিটি গঠন করা হয়।

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।