ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রক্তিম সুশীলকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছি: ডা. রনজন নাথ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
রক্তিম সুশীলকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছি: ডা. রনজন নাথ ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রক্তিম সুশীলকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন জানিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিওলজি বিভাগের প্রধান ডা. অধ্যাপক রনজন কুমার নাথ বলেছেন, তিনি মাল্টিপল ট্রমায় ভুগছিলেন। রক্তিম সুশীলের উন্নত চিকিৎসার বিষয়ে দুইবার মেডিক্যাল বোর্ড গঠন করেছিলাম।

 

আন্তর্জাতিক গাইডলাইন মেনে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি৷ কিন্তু তার আঘাত ছিল অনেক গুরুতর। অপারেশন করার মতো পরিস্থিতি ছিল না।

 

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, যখন তাকে আমাদের হাসপাতালে ভর্তি করানো হয়। তখন তার অবস্থা আগের চেয়ে অবনতি হয়। আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল। কিন্তু পারিনি।

ডা. রনজন নাথ বলেন, দুর্ঘটনার পর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। তিনি বেঁচে ছিলেন ঠিকই, কিন্তু তার কোনো সাড়া-শব্দ ছিল না। আর লাইফ সাপোর্টে থাকার সময় এমনিতেই কিছু শারীরিক জটিলতা তৈরি হয়।  

>> বাবার জন্য ঋদ্ধির অপেক্ষা

>> বাবা ফেরেনি, বাকরুদ্ধ ঋদ্ধি 

>> মৃত্যুর কাছে হেরে গেলেন রক্তিমও

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।