ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মেয়র ও জেলা প্রশাসকের কাছে ফলাফল হস্তান্তর 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৫, ডিসেম্বর ৩০, ২০২১
মেয়র ও জেলা প্রশাসকের কাছে ফলাফল হস্তান্তর  ...

চট্টগ্রাম: শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা ২০২১ এর ফলাফল চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় ফলাফল হস্তান্তরকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পক্ষে বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি, উপসচিব মোহাম্মদ বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় করোনা পরিস্থিতি মোকাবিলা করে নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ করায় মেয়র ও জেলা প্রশাসক বোর্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বাংলানিউজকে বলেন, করোনা মহামারীর মধ্যেও সঠিক সময়ে ফলাফল প্রকাশ করায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

 

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।