ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসকের যোগদান 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০০, অক্টোবর ১৯, ২০২৫
চট্টগ্রামের নতুন জেলা প্রশাসকের যোগদান  সাইফুল ইসলাম

চট্টগ্রাম: চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন সাইফুল ইসলাম।

রোববার (১৯ অক্টোবর) সকালে তিনি যোগদান করেছেন।

এর আগে তিনি ফেনী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্ণাঢ্য কর্মজীবনে সাইফুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি উপসচিব হিসেবে অর্থ বিভাগ এবং ইকোনোমিক এনালিস্ট হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) বাংলাদেশ রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ অফিসে দায়িত্ব পালন করেছেন।

সদ্য যোগদান করা জেলা প্রশাসক দায়িত্ব পালনে চট্টগ্রামের সকল নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন।

তিনি বলেন, চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সাংস্কৃতিক নগরী। এই জেলার উন্নয়ন ও সেবাখাতকে আরও কার্যকর ও জনমুখী করতে আমরা সকল সম্মানিত নাগরিকদের সহায়তা ও পরামর্শ কামনা করছি। প্রশাসন ও সম্মানিত নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রামকে একটি আরও উন্নত, বাসযোগ্য ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলাই আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। সরকারি বিধি-বিধান মেনে পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনে জেলা প্রশাসন অঙ্গীকারবদ্ধ।

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।