ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৫, অক্টোবর ১৯, ২০২৫
চট্টগ্রামে তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা

চট্টগ্রাম: ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উৎযাপনে গ্রাহক সেবা পক্ষ' কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আর্থিক সাক্ষরতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত হয়।  

রোববার (১৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসের কনফারেন্স রুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম এর নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন, বিশেষ অতিথি চট্টগ্রাম অফিসের পরিচালক (পরিদর্শন) মোহাম্মদ আশিকুর রহমান, পরিচালক (বৈদেশিক মুদ্রা) মো. আরিফুজ্জামান, পরিচালক (ব্যাংকিং) স্বরুপ কুমার চৌধুরী ও  প্রধান কার্যালয়ের Financial Inclusion Department এর পরিচালক মো. ইকবাল মহসীন।  
 
অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীদের ৭% হারে সিএসএসএমই ঋণ, ক্রেডিট গ্যারান্টি স্কিম, নতুন উদ্যোক্তাদের জন্য ৭ হারে বিশেষ অর্থায়ন সুবিধা, নারী উদ্যোক্তাদের জন্য ৫% পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ সুবিধা, ৪% সুদে উদ্ভাবনী ও সৃজনশীল ও প্রযুক্তি সমৃদ্ধ Start Up উদ্যোগের জন্য বিশেষ তহবিল সুবিধা, ৭% সুদে  কৃষি পণ্য বাজারজাতকরণ জন্য ঋণ সু্বিধা এবং ইসলামী শরিয়াহ্ ভিক্তিক তহবিল হতে বিনিয়োগ সুবিধা গ্রহণের বিষয়ে বিভিন্ন ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠান হতে অংশগ্রহণকারী ৮০ জন তরুণ উদ্যোক্তাদের মধ্যে ধারণা প্রদান করা হয় এবং নতুন উদ্যোগ গ্রহণের জন্য পরামর্শ প্রদান কনা হয।

 

প্রধান অতিথি মো. মকবুল হোসেন বলেন, এ কর্মশালা পুজিঁর অভাবে ব্যবসা করতে না পারা সম্ভবনাময় তরুণ উদ্যোক্তাদের ঋণ সুবিধা নিয়ে নিশ্চিত করতে ভুমিকা পালন করবে। এতে বেকারত্ব হ্রাস পাবে এবং উৎপাদন বৃদ্ধির ফলে আমদানি নির্ভরতা কমবে।

পরিচালক মো. আরিফুজ্জামান এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মশালা শুরু হয়। পরে পরিচালক  মো. ইকবাল মহসীন ও অতিরিক্ত পরিচালক (এফআইডি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এর প্রেজেন্টেশন এর মাধ্যমে তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সাক্ষরতা,  সিএমএসএমই, ও বিভিন্ন ঋণ ও বিনিয়োগ সুবিধা বিষয়ে আলোচনা করা হয়। পরে বিভিন্ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে তরুণ উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।