ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বাসায় ডেকে কাজের বুয়াকে ধর্ষণ, যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২২, মার্চ ৬, ২০২১
বাসায় ডেকে কাজের বুয়াকে ধর্ষণ, যুবক গ্রেফতার

চট্টগ্রাম: নগরের চকবাজার থানার খালপাড় এলাকা থেকে কাজের বুয়াকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (৬ মার্চ) ভোরে খালপাড় মদীনা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ধর্ষণের অভিযোগে গ্রেফতার খোরশেদ আলম (২৫) আনোয়ারা উপজেলার বুরুমছড়া এলাকার শফীকুল ইসলামের ছেলে।

পুলিশ বলছে, খালপাড় এলাকার এক গৃহবধূ বিভিন্ন বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করেন।

কিছুদিন আগে এই গৃহবধূর সঙ্গে খোরশেদ আলমের পরিচয় হয়। একপর্যায়ে বাসায় এনে ওই গৃহবধূকে ধর্ষণ করেন তিনি।  

ওই গৃহবধূকে চিকিৎসার জন্য শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চকবাজার থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বাংলানিউজকে বলেন, ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে।  

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।