চট্টগ্রাম: বাঁশখালী আদালতে আসামি গ্রেফতার না হয়েও হাজতি উল্লেখ করে জামিন চাওয়ার ঘটনায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি এখনও জেলা ও দায়রা জজ আদালতের কাছে প্রতিবেদন জমা দেননি।
এ ঘটনায় ৫ নভেম্বর জেলা ও দায়রা জজের কাছে নালিশ করার পর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত পর্যন্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি জেলা ও দায়রা জজের কাছে প্রতিবেদন জমা দেননি বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা এসএম মোর্শেদ।
হাজতে না থাকা আসামিকে হাজতি দেখিয়ে জামিনের আবেদন করার ঘটনায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল হোসেনের আদালতে নালিশ দেন মামলার বাদি। নালিশে চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়। তাদের মধ্যে রয়েছেন-জিআরও এএসআই জাহাঙ্গীর হোসেন, আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ সাইফুদ্দিন ও বাদির আইনজীবী তোফায়েল বিন হোসাইন।
বাদিপক্ষের আইনজীবী ফয়েজ উদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, জেলা ও দায়রা জজ আদালতের কাছে এখনও তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি বলে জানতে পেরেছি। তদন্ত প্রতিবেদন দাখিল হলে জেলা ও দায়রা জজ আদালত অভিযুক্তদের ব্যাপারে ব্যবস্থা নেবেন।
ভুক্তভোগী বাদি বাংলানিউজকে জানান, এ ঘটনার প্রতিকার পেতে আমি জেলা ও দায়রা জজ এবং আইনজীবী সমিতিতে অভিযোগ দিয়েছি। আমি বার কাউন্সিলে অভিযোগ দেবো। প্রয়োজনে উচ্চ আদালতে যাবো।
আরও খবর>>
** আসামি হাজতে নেই, তবুও হাজতি!
বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
এসকে/এসি/টিসি