চট্টগ্রাম: লোকসাহিত্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক শামসুল আরেফীনের জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর)। ১৯৭৭ সালের এইদিনে তিনি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার সদর এলাকায় জন্মগ্রহণ করেন।
নব্বই দশকের প্রারম্ভে শামসুল আরেফীন পত্রিকায় লেখালেখি শুরু করেন।
পরবর্তীতে তিনি এই প্রজেক্ট কর্তৃক চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া ও কর্ণফুলী উপজেলারও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। এই প্রজেক্টের আওতায় তিনি চন্দনাইশ, পটিয়া, সাতকানিয়া, লোহাগাড়া ও কর্ণফুলী উপজেলার মুক্তিযুদ্ধের ইতিহাস নির্মাণ করতে গিয়ে ফিল্ড ওয়ার্কের মাধ্যমে প্রবন্ধ রচনা করেন। তিনি এসব প্রবন্ধে মুক্তিযুদ্ধবিরোধী ও রাজাকারদের তালিকা, গণহত্যা, বধ্যভূমি, গণকবর, অপারেশন, সম্মুখযুদ্ধ, অ্যামবুশ, জ্বালাও-পোড়াও প্রভৃতি তুলে ধরেন।
শামসুল আরেফীনের ১৭টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সেগুলোর মধ্যে লোকগবেষণাকে কেন্দ্র করে ১১টি, কাব্য ২টি, বাংলা সাহিত্যের কথাশিল্পী আহমদ ছফাকে নিয়ে ১টি এবং একাত্তরের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ৩টি গ্রন্থ রয়েছে। তাঁর সকল গ্রন্থ প্রকাশিত হয়েছে বাংলাদেশের খ্যাতিমান প্রকাশনা সংস্থা বলাকা প্রকাশন থেকে। গ্রন্থগুলোর নাম- আস্কর আলী পণ্ডিত : একটি বিলুপ্ত অধ্যায় (ফেব্রুয়ারি ২০০৬, পৃষ্ঠাসংখ্যা ১১২), বাঙলাদেশের লোককবি ও লোকসাহিত্য ১ম খণ্ড (ফেব্রুয়ারি ২০০৭, পৃষ্ঠাসংখ্যা ১২৮), বাঙলাদেশের লোককবি ও লোকসাহিত্য ২য়-৪র্থ খণ্ড (জানুয়ারি ২০০৮, পৃষ্ঠাসংখ্যা ২৪০), আস্কর আলী পণ্ডিতের দুর্লভ পুথি জ্ঞানচৌতিসা ও পঞ্চসতী প্যারজান (সংগ্রহ ও সম্পাদনা; ফেব্রুয়ারি ২০১০, পৃষ্ঠাসংখ্যা ২৮০), বাংলাদেশের বিস্মৃতপ্রায় লোকসঙ্গীত ১ম খণ্ড (সংগ্রহ ও সম্পাদনা; ফেব্রুয়ারি ২০১২, পৃষ্ঠাসংখ্যা ৪৩২), বাঁশরিয়া বাজাও বাঁশি (পল্লীগানের গ্রন্থ; ২০১২ সালে ‘বাংলাদেশের বিস্মৃতপ্রায় লোকসঙ্গীত ১ম খণ্ড’ গ্রন্থভুক্তির মাধ্যমে প্রকাশিত), আস্কর আলী পণ্ডিত : ৮৬ বছর পর (সংগ্রহ ও সম্পাদনা; ফেব্রুয়ারি ২০১৩, পৃষ্ঠাসংখ্যা ১৬০), গাঙ্গেয় বদ্বীপের অনন্য সঙ্গীতজ্ঞ : স্বপন কুমার দাশ (সম্পাদনা; সরগম একাডেমি, আগ্রাবাদ, চট্টগ্রাম, ২৭ ডিসেম্বর ২০১৩, পৃষ্ঠাসংখ্যা ৩২), আঠারো শতকের কবি আলী রজা ওরফে কানুফকির (ফেব্রুয়ারি ২০১৭, পৃষ্ঠাসংখ্যা ১২০), আহমদ ছফার অন্দরমহল (ফেব্রুয়ারি ২০০৪, পৃষ্ঠাসংখ্যা ১৪৪; দ্বিতীয় সংস্করণ : ফেব্রুয়ারি ২০২০), রুবাইয়াত-ই-আরেফীন (কাব্য, ফেব্রুয়ারি ২০১৪, পৃষ্ঠাসংখ্যা ৬৪), বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার দুর্লভ দলিল (ফেব্রুয়ারি ২০১৬, পৃষ্ঠাসংখ্যা ১২০), সূর্য-পুত্র (কাব্য, ফেব্রুয়ারি ২০১৮, পৃষ্ঠাসংখ্যা ৬৪), কবিয়াল মনিন্দ্র দাস ও তাঁর দুষ্প্রাপ্য রচনা (ফেব্রুয়ারি ২০১৮), কালুরঘাট বেতার কেন্দ্র ও স্বাধীনতা ঘোষণা (ফেব্রুয়ারি ২০১৯), কালুরঘাট প্রতিরোধ যুদ্ধ ও অন্যান্য (ফেব্রুয়ারি ২০১৯) ও চট্টগ্রামের লোকগান : বিবিধ প্রবন্ধ (ফেব্রুয়ারি ২০২০) প্রভৃতি।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
এসি/টিসি