ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ট্রেনের দরজায় বসে ছিলেন যাত্রী, থেঁতলে গেল পা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৫, সেপ্টেম্বর ২, ২০২৫
ট্রেনের দরজায় বসে ছিলেন যাত্রী, থেঁতলে গেল পা ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: দোহাজারী স্টেশনে এক যাত্রীর পা থেঁতলে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছেন।  

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

 

দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে সকাল সাড়ে ৭টার দিকে দোহাজারী রেলওয়ে স্টেশনে পৌঁছে সৈকত এক্সপ্রেস।

এসময় এক যাত্রী পা ঝুলিয়ে ট্রেনের দরজায় বসেছিলেন।

ট্রেনটি স্টেশনের প্লাটফর্মে ঢুকলে তার পা প্লাটফর্মের সঙ্গে ঘষা লেগে থেঁতলে যায়। তবে তাঁর পা বিচ্ছিন্ন হয়নি। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ায় পরিচয় পাওয়া যায়নি।  

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।