ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

১০ বছর আত্মগোপনে থেকেও হলো না শেষ রক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৮, সেপ্টেম্বর ২, ২০২৫
১০ বছর আত্মগোপনে থেকেও হলো না শেষ রক্ষা

চট্টগ্রাম: সন্দ্বীপ থানার হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আশরাফকে ১০ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।  

গ্রেপ্তার আশরাফ (৩৫), সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের আব্দুল মোতালেব প্রকাশ মানিকের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, সন্দ্বীপ থানার হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি আশরাফ। সোমবার সন্ধ্যায় শুকলাল হাট এলাকায় অভিযান চালিয়ে আশরাফকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় আসামিকে হস্তান্তর করা হয়েছে।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।