ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কুয়াশা: শাহ আমানতে নামেনি ৩টি আন্তর্জাতিক ফ্লাইট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
কুয়াশা: শাহ আমানতে নামেনি ৩টি আন্তর্জাতিক ফ্লাইট

চট্টগ্রাম: ঘন কুয়াশার কারণে ৩টি আন্তর্জাতিক ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ফ্লাইটগুলো চট্টগ্রামে নামতে না পেরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যায়।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকাল ৭টায় দোহা থেকে উড়ে আসা রিজেন্ট এয়ারলাইন্সের ফ্লাইটটি চট্টগ্রামে ঘন কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি। এরপর সেটি আকাশে আধঘণ্টা অবস্থান করে।

পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যায়।

সকাল ৮টা ২২ মিনিটে দোহা থেকে আসা ইউএস বাংলার ফ্লাইটও নামতে না পেরে ঢাকা চলে যায়। ৮টা ২৬ মিনিটে মাসকাট থেকে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৮৭ ড্রিমলাইনার প্লেনটি। সেটিও ঢাকা চলে যায়।

এদিকে ঢাকা-চট্টগ্রাম রুটে সকালের অভ্যন্তরীণ ফ্লাইটগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেরিতে ছাড়বে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।