শুক্রবার (৩০ আগস্ট) বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আমরা ক’জন মুজিব সেনা নগর শাখা আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. সেন বলেন, বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে শোষণ করবে।
সংগঠনের সভাপতি সরফরাজ নেওয়াজ খান রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বোখারি আজমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন আলকরণ ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলেমান সেলিম, আমরা ক’জন মুজিব সেনা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন মারুফ, সংগঠনের চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির রোকন, সাবেক ছাত্রনেতা শাহাবুদ্দীন সজিব।
কর্মশালায় স্পিকার ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক ড. মো. আশরাফুল ইসলাম সজিব, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য আবু হাসনাত চৌধুরী, সংগঠনের উপদেষ্টা ডা. হোসেন আহম্মেদ, আবু তাহের ও মোহাম্মদ ইউনুস।
উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক। কর্মশালায় সংগঠনের নগর শাখার নেতা ও আওতাধীন বিভিন্ন থানার নেতারা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৯
এসি/টিসি