চট্টগ্রাম: বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। বাংলাদেশের রাজনৈতিক, অরাজনৈতিক বহু মানুষ জীবন দিয়েছে।
শুক্রবার (৪ জুন) রাতে নগরের মাদারবাড়ী বালুর মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের চারটি বিকেএসপিকে আরও বেশি কার্যকর করতে হবে জানিয়ে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল খসরু মাহমুদ চৌধরী বলেন, বিকেএসপির মাধ্যমে সারাদেশ থেকে খেলাধুলায় ট্যালেন্ট শিক্ষার্থীদের খুঁজে বের করার পরিকল্পনা রয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আগামী দিনে যেকোনো ধরনের খেলাধুলায় আন্তর্জাতিক অঙ্গনে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে, তাদের অনুশীলনকাল থেকে শুরু করে পুরো সময়ে সরকারকে আর্থিক সহায়তা দিতে হবে।
বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠক আজম খাঁনের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সম্পাদক ও ক্রীড়া সংগঠক নুর জাহেদ বাবলুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদরঘাট থানা বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সালাউদ্দিন, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য বিপ্লব দে পার্থ, ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শাহাজাহান, সদরঘাট থানা যুবকদের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নুর খাঁন, সাবেক সদস্য সচিব মোহাম্মদ রাশেদ, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াসির আরাফাত, সদস্য সচিব আনোয়ারুল আবেদিন মুন্না, যুগ্ম আহ্বায়ক আব্দুল মোনাফ টুটুল, যুবদল নেতা আশরাফুল আলম রাজীব, সদরঘাট থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাহিদ আলী, ইমরান, কবির, ইসরাফিল ও রুবেল।
ফাইনাল খেলায় কীর্তন একাদশ বনাম বিশাল স্মৃতি সংসদের মধ্যকার খেলায় বিশাল স্মৃতি সংসদ ৪-১ গোলে জয়লাভ করে। চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ নগদ প্রাইজমানি ২৫ হাজার ও রানার্স আপ দলকে ট্রফিসহ নগদ প্রাইজমানি ১৫ হাজার টাকা প্রদান করা হয়।
এমআই/টিসি