ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মানবসেবাই বড় ধর্ম: নওফেল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৪, ফেব্রুয়ারি ৯, ২০১৯
মানবসেবাই বড় ধর্ম: নওফেল বক্তব্য দেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম: মানবসেবাই বড় ধর্ম বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশে সকল ধর্মের মূল লক্ষ্য ও মর্মবাণী হচ্ছে মানবসেবা।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দুপরে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩১তম বিভাগীয় জন্ম মহোৎসব উপলক্ষে সৎসঙ্গ বিহার চট্টগ্রাম আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বক্তব্য দেন আ জ ম নাছির উদ্দীন।                     <div class=

" src="https://www.banglanews24.com/media/imgAll/2018October25/bg/nowfel-bg20190208204120.jpg" style="margin:1px; width:100%" />নওফেল বলেন, প্রধানমন্ত্রী এই সৎসঙ্গ বিহারের উন্নয়নে এগিয়ে এসেছেন। পাবনায় ঠাকুরের যে জায়গাগুলো পাকিস্তান আমলে অধিগ্রহণ করা হয়েছিলো তাও কীভাবে উদ্ধার করা যায় সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবো।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, এই দেশটি আমাদের সকলের। এখানে সকল মানুষের সম-অধিকার ও সম-মর্যাদা রয়েছে। পবিত্র সংবিধান আমাদেরকে তা দিয়েছে। কেউ নিজেদেরকে দুর্বল মনে করবেন না। মুক্তিযুদ্ধ ধর্মীয় পরিচয়ে হয়নি। প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করেছি। অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ স্বাধীন হয়েছে। এদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই।

অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান, উপ কমিশানার (উত্তর) বিজয় বসাক, সৎসঙ্গ বাংলাদেশের সহ-সম্পাদক সুব্রত আদিত্য এসপিআর, চট্টগ্রাম বিভাগের সদস্য প্রদীপ কুমার দেব এসপিআর প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।