ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এম আর সিদ্দিকীকে দেখে লায়নিজম শিখেছি: কাজী আকরাম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
এম আর সিদ্দিকীকে দেখে লায়নিজম শিখেছি: কাজী আকরাম চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী ও সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা।

চট্টগ্রাম: লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর একটি সেবামূলক প্রকল্প চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন। চট্টগ্রামের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। বাংলাদেশে লায়নিজমের জনক মরহুম এম আর সিদ্দিকীকে দেখে লায়নিজম শিখেছি। শিখেছি সেবার সাথে কিভাবে সম্পৃক্ত হয়ে কাজ করতে হয়।

বুধবার (১৬ জানুয়ারি) নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী ও সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্ব লায়ন কাজী আকরাম উদ্দীন আহমেদ এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর লায়ন নাসির উদ্দিন চৌধুরী বলেন, লায়ন কাজী আকরাম উদ্দীন আহমেদ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের পরিচালক নির্বাচিত হয়ে চট্টগ্রাম তথা পুরো দেশের লায়নিজমকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে গেছেন।

চট্টগ্রাম জেলা থেকে আন্তর্জাতিক অঙ্গনে যাওয়া মানে আমাদেরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচয় করিয়ে দেওয়া।

সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি এম এ মালেক বলেন, চট্টগ্রামের সাথে লায়ন কাজী আকরাম উদ্দীন আহমেদের যে সম্পর্ক, সেটাকে আরও পোক্ত করার জন্য তিনি ঢাকায় গিয়েছেন।

সেখানে বৃহত্তর পরিসরে তিনি কাজ করছেন ঠিকই, কিন্তু চট্টগ্রামের স্বার্থকে যথাযথভাবে তুলে ধরছেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নজমুল হক চৌধুরী বলেন, লায়ন্স ফাউন্ডেশনের ৫০ বছরের পথচলা হচ্ছে সেবার, মানবতার স্বার্থে লায়নিজমকে উৎসর্গ করার। এ পথ ধরেই আমরা এগিয়ে যাচ্ছি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লায়ন ক্যাপ্টেন এমএসআই ভুইঁয়া। বক্তব্য দেন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য। সংবর্ধিত ব্যক্তিত্বের সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করেন লায়ন মোহাম্মদ মোস্তাক হোসেন।

উপস্থিত ছিলেন বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, প্রথম ভাইস জেলা গভর্নর মিসেস কামরুন মালেক, সাবেক লায়ন গভর্নর এম আই খান, লায়ন শফিউর রহমান, লায়ন এম রফিক আহমেদ, লায়ন কবির উদ্দিন ভুইয়া, লায়ন এস এম ইসহাক, লায়ন এস এম শামসুদ্দিন, লায়ন সিরাজুল হক আনসারি, লায়ন শাহ এম হাসান, লায়ন শাহ আলম বাবুল, লায়ন রুপম কিশোর বড়ুয়া, লায়ন এ কাইয়ুম চৌধুরী, লায়ন প্রফুল্ল রঞ্জন সিংহ, লায়ন নুরুল ইসলাম, লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য, কেবিনেট ট্রেজারার লায়ন মোছলেহ উদ্দিন ও জয়েন্ট সেক্রেটারি আশরাফুল আলম।

প্রসংগত, লায়ন কাজী আকরাম উদ্দীন আহমেদ ১৯৬২ সালে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে শিক্ষা আন্দোলনের সারথী ছিলেন। সর্বশেষ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। ১৯৯৯ সালে স্ট্যান্ডার্ড ব্যাংক প্রতিষ্ঠা, একের পর এক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা, ব্যবসায়ীক সংগঠনে নেতৃত্ব দেয়া, লায়নিজমের সাথে নিজেকে জড়িয়ে মানবসেবায় আত্মনিয়োগ করেছেন। তিনি প্রতিষ্ঠা করেছেন বহু শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাণিজ্য উপ-কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।