ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়েছেন বঙ্গবন্ধু’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
‘যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়েছেন বঙ্গবন্ধু’ বক্তব্য দেন সংসদ সদস্য দিদারুল আলম

চট্টগ্রাম: সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলম বলেছেন, ‘নয় মাসের যুদ্ধে বিধ্বস্ত বাংলাদেশকে সন্তানের মতো করে গড়ে তুলেছেন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সুদূর প্রসারী চিন্তা দিয়ে সোনার বাংলা গড়ার কাজে হাত দিয়েছিলেন।’

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দিদারুল আলম বলেন, ‘বঙ্গবন্ধুর নির্দেশে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে ১৯৭১ সালে বিজয় অর্জন করে বাঙালি জাতি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে আসার মাধ্যমে সে বিজয় পূর্ণতা লাভ করে। ’

সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইসহাকের সভাপতিতে সভায় বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ও মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ফখরুদ্দীন চৌধুরী, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন সাবেরী, মো. ইদীস, মেয়র বদিউল আলম, চেয়্যারম্যান তাজুল ইসলাম নিজামী, রেহান উদদীন রেহান, জাহিদ হোসেন নিজামী, সাদাকত উললাহ মিয়াজী, শওকত আলী, মোরশেদ হোসেন, নাজিম উদদীন, দিলশাদ, আজম খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।