ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঐক্যফ্রন্টের ইব্রাহিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঐক্যফ্রন্টের ইব্রাহিম

চট্টগ্রাম: চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ঐক্যফ্রন্টের প্রার্থী মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম। বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি ইব্রাহিম এ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেন।

রোববার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বাংলানিউজকে জানান, নির্বাচনে ভোটের সুষ্ঠু পরিবেশ নেই।

কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন না।
এসব অনিয়মের প্রতিবাদে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছি।

তিনি জানান, জনগণ যেহেতু তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি, প্রতিবাদ স্বরূপ আমিও ভোট প্রদান থেকে বিরত থেকেছি। ভোট দিতে যাইনি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।