ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নির্বাচনবিরোধীদের মধু খাওয়ার দিন শেষ: সরওয়ায় আলমগীর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৭, অক্টোবর ১৭, ২০২৫
নির্বাচনবিরোধীদের মধু খাওয়ার দিন শেষ: সরওয়ায় আলমগীর ...

চট্টগ্রাম: উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, বিএনপির গণজোয়ার দেখে একটি মহলের মাথা খারাপ হয়ে গেছে। তাই নির্বাচন যাতে হতে পারে সেজন্য নানা অজুহাত তুলছে।

কিন্তু জনগণ সে অজুহাত খায় না।  

তিনি বলেন, গোষ্ঠীটি ক্ষমতায় না থেকেও মধু খাচ্ছ।

কিন্তু জনগণ ভোট নিয়ে ঐক্যবদ্ধ। মধু আর খেতে দেবে না।

বিএনপির ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ফটিকছড়িতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের দক্ষিণ কাঞ্চননগর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক তালুকদারের সভাপতিত্বে বিশেষ বক্তা ছিলেন ফটিকছড়ি উপজেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম তালুকদার, বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহম্মদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, খালেদ মাহমুদ বাবুল, ডা. নাজিম উদ্দিন, আবুল কালাম চৌধুরী, নুরুল ইসলাম মেম্বার।  

ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন মোশরাফুল আনোয়ার মশু, ফরহাদ, দৌলত মিয়া, শহীদ, আমান, ফারুক, লিটন, লাভলু, সাহাবুদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, কাজী ইসমাইল, ইলিয়াস, আলমগীর, ইব্রাহিম, জোবায়ের, ইয়াকুব, ফরিদ মেম্বার, হাসান, বদি, আজম, বখতিয়ার, রুমান, জানে আলম, একলাস, শের খান প্রমুখ।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।