চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে স্থগিত হওয়া অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান ও সোহরাওয়ার্দী হল সংসদের ফলাফল পুনঃগণনার পরও অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার ও সদস্য সচিব অধ্যাপক ড. আরিফুল হক সিদ্দিকি।
তিনি বলেন, “গতকাল রাতে দুটি হলের শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে কমিশন পুনঃগণনার সিদ্ধান্ত নেয়। আজ সোহরাওয়ার্দী হলে বেলা ৩টায় এবং অতীশ দীপঙ্কর হলে সন্ধ্যা ৬টায় ভোট পুনঃগণনা করা হয়।
এর আগে বুধবার দিবাগত রাতে সোহরাওয়ার্দী হলের ফলাফল ঘোষণার পর শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ফল বাতিল ও পুনঃগণনার দাবিতে বিক্ষোভ শুরু করেন। রাত ১২টা ৫০ মিনিটের দিকে প্রকৌশল অনুষদ ভবনের সামনে তারা হট্টগোল করেন এবং একপর্যায়ে চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের পথ অবরুদ্ধ করেন। প্রায় আড়াই ঘণ্টা পর তিনি মুক্ত হন।
ছাত্রদলের অভিযোগ, সোহরাওয়ার্দী হলে ভিপি পদে তাদের প্রার্থী জমাদিউল আউয়ালকে কারচুপির মাধ্যমে পরাজিত করা হয়েছে। মূলত শিবির প্রার্থীর সঙ্গে ছাত্রদল প্রার্থীর মাত্র ৩ ভোটের ব্যাবধান হওয়ায় এই দাবি তোলেন দলটির নেতাকর্মীরা। ছাত্রদল প্রার্থী পেয়েছিল ১,২০৩ ভোট, শিবির–সমর্থিত প্রার্থী পান ১,২০৬ ভোট।
অন্যদিকে, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে ভিপি পদে মাত্র ১ ভোটের ব্যবধানে রিপুল চাকমা বিজয়ী হন। তিনি পান ২১৭ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিরামন সরকার পান ২১৬ ভোট। এই দুই হলের ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে ছাত্রদল ও হিরামন সরকার প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তাদের দাবির পর আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত ভোট পুনঃগণনার কার্যক্রম চলে। কিন্তু গণনার ফলাফল আগের মতোই থেকে যাওয়ায় আগের ঘোষিত ফলাফলই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
এমএ/পিডি/টিসি