ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আইসিএবি অ্যাওয়ার্ড পেলো প্রিমিয়ার সিমেন্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
আইসিএবি অ্যাওয়ার্ড পেলো প্রিমিয়ার সিমেন্ট অর্থমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেন প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক

চট্টগ্রাম: ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদনের জন্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বাংলাদেশের (আইসিএবি) ১৮তম জাতীয় অ্যাওয়ার্ড পেয়েছে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড।

সোমবার (২৪ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হকের হাতে এ পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে ৪২টি প্রতিষ্ঠানকে এই অ্যাওয়ার্ড তুলে দেন অর্থমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থসচিব আব্দুর রউফ তালুকদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম, বাণিজ্য সচিব মফিজুল ইসলাম, ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান সিকেকিউ মুশতাক আহমেদ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ মুসলিম চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিএবি সভাপতি নুরুল ইসলাম চৌধুরী।

মোহাম্মদ আমিরুল হক বাংলানিউজকে বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান হিসেবে বিনিয়োগকারী ও নিয়ন্ত্রণ সংস্থার কাছে স্বচ্ছতা ও জবাবদিহির জন্য প্রতিবছরই আমরা সুন্দরভাবে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করি। এ ধরনের পুরস্কার আগামী দিনে আরও ভালো কাজে প্রেরণা জোগাবে।   

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।