ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালিশহরে বাসা-বাড়ির রিজার্ভারের পানিতেই জীবাণু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জুলাই ৫, ২০১৮
হালিশহরে বাসা-বাড়ির রিজার্ভারের পানিতেই জীবাণু সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে প্রতিবেদন জমা দিচ্ছেন তদন্ত কমিটির সদস্যরা। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘ওয়াসার পানি থেকে নগরের হালিশহর এলাকায় জণ্ডিসের জীবাণু ছড়ায়নি। বাসা-বাড়ির রিজার্ভার থেকে ব্যবহৃত টেপের পানিতেই জীবাণু রয়েছে। ওয়াসার লাইনের পানিতে জীবাণু নেই।’

বৃহস্পতিবার (০৫ জুলাই) নগরের হালিশহর এলাকায় ই-ভাইরাসের কারণে জণ্ডিসের মহামারি আকার ধারণ করায় গত ২৮ জুন গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিটি মেয়র।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, চসিকের মাধ্যমে গঠিত তদন্ত কর্মকর্তারা হালিশহর এলাকার বিভিন্ন জায়গায় গিয়ে ওয়াসার পানি নমুনা সংগ্রহ করেছেন।

নমুনাগুলো বিসিএসআইআরে (বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্জ) পাঠানো হয়েছিল। তাদের পরীক্ষা প্রতিবেদনের পর প্রমাণিত হয় ওয়াসার পানিতে জণ্ডিসের জীবাণু নেই।

পানির নমুনা নিয়ে সিটি মেয়র আরও বলেন, তদন্ত কর্মকর্তারা বিভিন্ন বাসার রিজার্ভারের পানি, টেপের পানি এবং ওয়াসার লাইনের পানির নমুনা সংগ্রহ করেন। এরমধ্যে রিজার্ভার ও টেপের পানিতে ফিকাল ক্লোরোফর্ম পাওয়া গেছে। এমনকি তা বিভিন্ন বাসায় ১১০০ এককের বেশি কোলায়ফর্ম পাওয়া গেছে। এছাড়াও ই-কোলি ভাইরাস পাওয়া যায়। যার কারণে ডায়রিয়া ও কলেরা রোগের সৃষ্টি হতে পারে। ’

সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির আহ্বায়ক চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, তদন্ত কমিটির সদস্য ডেপুটি সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, চট্টগ্রাম ওয়াসার সহকারী প্রকৌশলী মো. ইফতেখার উল্লাহ মামুন উপস্থিত ছিলেন।

হালিশহরে হেপাটাইটিস-ই: চসিকের তদন্ত কমিটি

হালিশহরে ওয়াসার পানি দুই ধাপে পরীক্ষার নির্দেশ

হালিশহরে আরও ২২৮ জন জন্ডিসে আক্রান্ত

আরও ২১৮ জন জন্ডিসে আক্রান্ত হালিশহরে

ওয়াসার পানিতে জীবাণু নিয়ে পরষ্পরবিরোধী বক্তব্য

ভাইরাস তদন্তে আসছে ঢাকার আইইডিসিআর দল

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘন্টা, জুলাই ০৫, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।