ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৮ বছর পেরিয়ে

শেখ হাসিনার ডিজিটাল যুগে বাংলানিউজ এগিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, জুলাই ১, ২০১৮
শেখ হাসিনার ডিজিটাল যুগে বাংলানিউজ এগিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার এ ডিজিটাল যুগে অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম অনেক এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

দেশের শীর্ষ অনলাইন মাল্টিমিডিয়া নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর অষ্টম বর্ষপূর্তিতে বাংলানিউজ সম্পর্কে তিনি এসব কথা বলেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বাংলানিউজে যেকোন তথ্যবহুল সংবাদ সবার আগে পাওয়া যায়।

প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজ সংবাদ প্রচারের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরছে। ’

সিটি মেয়র বলেন, ‘চট্টগ্রামের সংবাদ প্রকাশের জন্য বাংলানিউজে চট্টগ্রাম প্রতিদিন নামে আলাদা বিভাগ রয়েছে।

এর মাধ্যমে সহজেই চট্টগ্রামের খবর দেশ ও বিশ্ববাসী জানতে পারছে। যেটি অত্যন্ত প্রশংসনীয়। দেশকে এগিয়ে নিতে হলে চট্টগ্রামকে প্রাধান্য দিতে হবে। ’

তিনি আরও বলেন, ‘বাংলানিউজের সংবাদকর্মীরা তথ্য সমৃদ্ধ সংবাদ প্রকাশ করেন। তথ্য সমৃদ্ধ করে তারা এখনের খবর এখন জনগণের কাছে তুলে ধরছে। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে বাংলানিউজ আরও অনেক দূর এগিয়ে যাবে। ’

বাংলানিউজের সকল সংবাদকর্মী ও কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাংলানিউজকে আরো সোচ্চার হওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন।

মানবিক সংবাদে বাংলানিউজ শীর্ষে

যখনের খবর তখনই দিচ্ছে বাংলানিউজ

সভা-সমাবেশের খবর বাংলানিউজে সবার আগে পাই

পরামর্শমূলক সংবাদ প্রকাশ করে বাংলানিউজ

দেশকে বিশ্বজুড়ে ব্রান্ডিং করছে বাংলানিউজ

বৈচিত্র্যময় তথ্য দিয়ে পাঠকপ্রিয় বাংলানিউজ

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জুলাই ০১, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।