ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৮ বছর পেরিয়ে

মানবিক সংবাদে বাংলানিউজ শীর্ষে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৪ ঘণ্টা, জুলাই ১, ২০১৮
মানবিক সংবাদে বাংলানিউজ শীর্ষে সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন

চট্টগ্রাম: রাজনীতি, অর্থনীতি, বিনোদন, ক্রীড়াসহ সব ধরনের খবরের ভিড়ে মানবিক বিষয়েও বাংলানিউজ গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করে।

এমন মন্তব্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের।

দেশের সবচেয়ে বড় অনলাইন মাল্টিমিডিয়া নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র অষ্টম বর্ষপূর্তিতে বাংলানিউজ সম্পর্কে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশ-বিদেশের বিভিন্ন বিষয়ে সর্বশেষ ‍সংবাদ জানতে নিয়মিত বাংলানিউজ পড়ি। নানান খবরের ভিড়ে মানবিক বিভিন্ন বিষয় নিয়ে বাংলানিউজের সংবাদ আমাকে উদ্বেলিত করে।

দেশের কল্যাণে বাংলানিউজ ভূমিকা রাখছে মন্তব্য করে প্রফেসর ড. অনুপম সেন বলেন, সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশের সঠিক চিত্র তুলে ধরছে বাংলানিউজ। এতে সাধারণ মানুষ যেমন উপকৃত হচ্ছে তেমনি সরকারেরও বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিতে সুবিধা হচ্ছে।

জন্মের শুভক্ষণে আনন্দযজ্ঞে মাতি

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জুলাই ০১, ২০১৮
এমআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।